আসামি ছেলেটিকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে বলে পুলিশের ভাষ্য।
Published : 05 Dec 2022, 03:19 PM
দিনাজপুরের খানসামা উপজেলায় অপহরণের ৫৬ ঘণ্টা পর আঙ্গিনা খুঁড়ে আট বছরের এক ছেলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পাকেরহাট থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান।
খানসামার খামারপাড়া ইউনিয়নের ডাক্তারপড়া গ্রামের আতিউর রহমানের ছেলে নিহত আরিফুজ্জামান ২ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় অপহৃত হয় বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার বলেন, ওইদিন বিকালে খানসামার মাস্টারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ২৪ বছর বয়সী শরিফুল ইসলাম পূর্ব পরিচিত শিশু আরিফুজ্জামানকে পাকেরহাটের একটি বাড়িতে নিয়ে যায়।
পরে শরিফুল সেখানে তাকে যৌন নির্যাতনের পর হত্যা করে হাত-পা বেঁধে বস্তাবন্দি করে ঘরে খাটের নিচে রেখে দেয়। পরে ছেলেটির বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করলে শরিফুল ওই বাড়ির আঙ্গিনায় গর্ত খুঁড়ে বস্তাসহ লাশ পুঁতে রাখে।
পরদিন ছেলেটির বাবার মোবাইল ফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিষয়টি তারা থানায় জানালে তথ্য-প্রযুক্তির সহায়তায় শরিফুলকে আটক করে পুলিশ।
বাড়িটির মালিক সালাম নামের এক ব্যক্তি পুলিশ সদস্য। তবে তিনি সেখানে থাকেন না। শরিফুল ভাড়া নিয়ে একাই থাকতো বলে পুলিশ সুপার শাহ ইফতেখার জানিয়েছেন।
তিনি বলেন, এ ঘটনায় শিশুটির বাবা রোববার রাতে খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আর ছেলেটিকে হত্যার আগে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে আসামি।