নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে দোতলা পুরাতন একটি ভবনে বিস্ফোরণের পর আগুনে একজন মারা গেছেন৷ আহত হয়েছেন আরও ৯ জন৷
শনিবার সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ৷
অগ্নিকাণ্ডের পর ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভূষি, লবণ, কাগজের গোডাউন ছিল; তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস৷
এ ঘটনায় আওলাদ (৪০) নামে এক শ্রমিক মারা গেছেন এবং অন্তত ৯ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানান সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা৷
নিতাইগঞ্জ বহুমুখী সমিতির সভাপতি আব্দুল কাদির জানান, নারায়ণগঞ্জে জেলা আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন ভবনটি প্রায় শত বছরের পুরোনো৷
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দশ বছর যাবৎ ভবনটির উপরের তলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে৷”
পৌনে এগারোটার দিকে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল৷
তিনি বলেন, “জরাজীর্ণ একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগে যায়৷ ভবনটির দেয়াল ধসে পড়েছে৷ এতে একজন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৯ জন৷”
বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ কাজ করছে বলে জানান তিনি।