গাড়ি অথবা ট্রাক তরিকুলকে চাপা দিয়ে চলে গেছে, ধারণা পুলিশের
Published : 23 Jan 2025, 04:21 PM
পটুয়াখালীর বাউফল উপজেলায় গাড়ি চাপায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদারের বাড়ির সামনে বাউফল-বগা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
নিহত মো. তরিকুল ইসলাম শরীফ (৩৫) উপজেলার কনকদিয়া গ্রামের আবু বক্কর শরীফের ছেলে।
এসআই সোহেল বলেন, “এলাকাবাসীর কাছে খবর পেয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ি অথবা ট্রাক তরিকুলকে চাপা দিয়ে চলে গেছে।”
তরিকুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলেও এসআইয়ের ধারণা। তিনি বলেন, “তার মাথা থেতলে গেছে। আমরা বাসটি সনাক্ত করার চেষ্টা করছি।”