কক্সবাজার-ঢাকা রেলপথে রামু উপজেলার মাছুয়াখালীতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
Published : 07 Nov 2024, 06:21 PM
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার-ঢাকা রেলপথে উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫) এবং একই এলাকার আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।
স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, বিকাল সোয়া ৩টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে দুই আরোহী কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।
“ঘটনাস্থলে রেলক্রসিংয়ে কোনো গেইট নেই। মোটরসাইকেল আরোহী দুজন অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে”, বলেন ওসি।