প্রাণিসম্পদ দপ্তরের লোকজন সামান্য অসুস্থ নীলগাইটির চিকিৎসা দিয়েছেন।
Published : 26 Oct 2022, 07:29 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় একটি নীলগাই আটক করেছে এলাকাবাসী। পরে স্থানীয় প্রশাসন সেটি উদ্ধার করে।
বুধবার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিত কুমার সিংহ জানান, দুপুর ১২টার দিকে বারিক বাজার এলাকায় স্থানীয়রা নীলগাইটিকে আটক করে। এটি সামান্য অসুস্থ ছিল। খবর পেয়ে প্রাণিসম্পদ দপ্তরের একটি দল গিয়ে নীলগাইটির চিকিৎসা দেয়।
নীলগাইটি রাজশাহী নেওয়া হবে এবং আটকের বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে বলে তিনি জানান।
উত্তর ও উত্তর-পশ্চিম সীমান্তের জেলাগুলোতে মাঝেমধ্যে নীলগাই ধরা পড়ে এলাকাবাসীর হাতে। কোনো কোনো সময় স্থানীয়দের হামলায় এদের মৃত্যুও হয়।