কীভাবে বাসটিতে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
Published : 12 Nov 2023, 01:12 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে৷ তবে এতে কেউ হতাহত হননি৷
শনিবার রাত দেড়টার দিকে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা৷
তবে কীভাবে বাসটিতে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফায় ডাকা দু’দিনের অবরোধের প্রথম দিনের কয়েক ঘণ্টা আগে বাসে আগুনের এ ঘটনা ঘটে।
আগুনে বাসটির ভেতরে বেশ কিছু সিট পুড়ে গেছে। এছাড়া বাসের কয়েকটি জানালার গ্লাসও ভাঙা দেখা গেছে।
ওসি গোলাম মোস্তফা বলেন, “লাব্বাইক ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের বাসটি মহাসড়কের পাশে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড় করানো ছিল৷ বাসটিতে আগুন লাগলে স্থানীয় লোকজনই তা নেভায়৷ ”
“আগুনের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ”, যুক্ত করেন ওসি।