মামলার বরাতে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আল-আমিনকে গুম করে হত্যার ঘটনা ঘটে।
Published : 27 Feb 2025, 09:20 PM
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পঞ্চগড় জেলা সভাপতি নোমান হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, বুধবার গভীর রাতে র্যাবের সহায়তায় তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে তাকে আল-আমিন গুম ও হত্যাসহ চারটি মামলায় গ্রেপ্তার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আল-আমিনকে গুম করে হত্যার ঘটনা ঘটে।
আল-আমিনের বাবা মনু মিয়া সরকার পতনের পর ১০ নভেম্বর নোমান হাসানসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।