নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিলে নার্সদের পদায়ন করার দাবিতে এ কর্মবিরতি পালন করেছেন তারা।
Published : 08 Oct 2024, 08:32 PM
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিলে নার্সদের পদায়ন করার দাবিতে নীলফামারীতে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সরকারি-বেসরকারি হাসপাতালের নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসাধীনরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদের ব্যানারে নার্স ও নার্সিং শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
সেজন্য সকাল থেকে কাজে যোগ না দিয়ে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে সমবেত হন আন্দোলনকারীরা।
এ সময় সেখানে বক্তৃতা দেন নীলফামারী জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক শিখা রানী, নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, জেলা পাবলিক হেলথ নার্স ফাহিমা পারভীন, সহকারী জেলা পাবলিক হেলথ নার্স নার্গিস বেগম, সুমাইয়া খাতুন প্রমুখ।
তাদের অভিযোগ, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো কেবল নার্সদেরই জন্য। অথচ আমলারা ওই পদগুলোতে বসে নার্সদের সঙ্গে চরম অন্যায় করছেন।
তাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে অভিজ্ঞ ও দক্ষ নার্সদের পদায়ন করার দাবি জানান তারা।
এদিকে নার্সদের কর্মবিরতির ফলে মঙ্গলবার সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা ভোগান্তিতে পড়েন।
হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজন ফরহাদ হোসেন (৩০) বলেন, “নার্সরা কেউ ভিতরে নেই। ওনারা সবাই কর্মবিরতিতে গেছেন। চিকিৎসা পাচ্ছি না, সবাই বসে আছি বাচ্চা কোলে নিয়ে। আমাদের খুব কষ্ট হচ্ছে।”
তবে সহকারী জেলা পাবলিক হেলথ নার্স সুমাইয়া খাতুন দাবি করেন, “কর্মবিরতির সময় জরুরি ও মুমূর্ষ রোগীদের সেবায় জরুরি স্কোয়াড করে সেবা দেওয়া হয়েছে।”