গ্রেপ্তার আনোয়ারের সঙ্গে তানভীরের বাবার ব্যবসায়িক লেনদেন ছিল।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোটরসাইকেল চোর সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নিজপাট ইউনিয়নের ডুডিক এলাকার জাকির হোসেন (২১), জাহেদ হোসেন (১৯) ও দরবস্ত ইউনিয়েনের চাল্লাইন এলাকার আবুল কালাম (২০)।
এএসপি আফসান-আল-আলম বলেন, “মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরে দরবস্থ বাজারে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেলসহ চোর চক্রের তিনজন সদস্যকে আটক করা হয়।”
পরে তাদের বিরুদ্ধে মামলা করে জব্দ মোটরসাইকেলসহ জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।