আসামিদের গ্রেপ্তারে ৩ ঘণ্টা সময় দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন।
Published : 11 Jan 2025, 02:51 PM
গ্রেপ্তার এক যুবদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবরোধে এক ঘণ্টা যান চলাচল করেনি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে।
শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বন্ধ থাকায় ব্যস্ত এক্সপ্রেসওয়েতে গাড়ির দীর্ঘ জট পড়ে যায়।
মারামারি মামলায় গ্রেপ্তার যুবদল নেতা তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে শুক্রবার রাত ১০টার দিকে শতাধিক নেতাকর্মী ছিনিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ধলেশ্বরী টোল প্লাজায় ‘ব্লকেড’ করে।
খবর পেয়ে সেখানে যান সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা ও তাকে ছিনিয়ে নেওয়ায় জড়িতদের গ্রেপ্তারে ৩ ঘণ্টার সময় বেঁধে দিয়ে এক্সপ্রেসওয়ে থেকে সরে যান বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।
ঘটনার সত্যতা স্বীকার করে মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে শুক্রবার রাত ৮টার দিকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১০টার দিতে ২০০-৩০০ লোক ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিতে দিতে পুলিশ হেফাজতে থাকা তরিকুলকে থানার হাজতখানা থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায়।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, “কথাবার্তা চলছে, উপজেলা যুবদলের সভাপতির পক্ষ থেকে আসামিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।”