মাদক আইনে মামলার পর জব্দ মালামাল ও আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।
Published : 16 Aug 2024, 10:14 AM
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ক্লাব থেকে বিপুল অবৈধ বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় আটক করা হয়েছে একজনকে।
বৃহস্পতিবার রাতে ওই এলাকায় সেনাবাহিনীর মেজর মেজবা ও ইমরানের সহযোগিতায় চালানো অভিযানে এসব অবৈধ মদ আটক করা হয় বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।
এসময় ঐ ক্লাব থেকে ৩৪৫ ইউএস ডলার, নগদ ৪৫ হাজার টাকাসহ ক্লাবের এক সদস্যকে আটক করা হয়।
রাতে মাদক আইনে মামলা দিয়ে জব্দ মালামাল ও আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।