পুলিশ বলছে, ঘটনাস্থলেই দুইজনের এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
Published : 04 Feb 2025, 11:11 AM
ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে নোয়াখালীর তিন যুবকের।
ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে উত্তর আলীপুর এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কে সোমবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. হারুনুর রশিদ জানান।
নিহতরা হলেন-নোয়াখালীর চৌমুহনী উপজেলার আলিপুর এলাকার কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৩), কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ (২৩) ও একই এলাকার মনোরঞ্জনের ছেলে দেবু (২২)।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক হারুনুর রশিদ বলেন, “সরস্বতী পূজা দেখতে সোমবার বিকালে নোয়াখালী থেকে দুটি মোটরসাইকেলে করে পাঁচ বন্ধু ফেনীর উদ্দেশ্যে রওনা দেয়। পূজা দেখে রাতে ফেরার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুই আরোহী নিহত হয়।
“গুরুতর আহত হয় মোটরসাইকেলের অপর আরেহী। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেলটি ততক্ষণে নোয়াখালী চলে যায়।”
পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।