গাছ থেকে সুপারি পাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাতিজারা আবু ছায়েদকে পিটিয়ে আহত করেন বলে জানায় পুলিশ।
Published : 02 Nov 2024, 05:22 PM
নোয়াখালী সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে।
শনিবার দুপুরে উপজেলার দাপদুপ ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম।
নিহত ৭০ বছর বয়সি আবু ছায়েদ ওই গ্রামের প্রয়াত মমিন উল্লার ছেলে।
আবু ছায়েদের শ্যালক নোয়ান্নয়ই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকিউল ইসলাম দুলাল বলেন, “বাড়ির জায়গা জমি নিয়ে আবু ছায়েদের সঙ্গে তার ভাইয়ের ছেলে (ভাতিজা) হাসান, হোসেন, মহসিনের বিরোধ চলছিল।
“দুপুর ১টার দিকে গাছ থেকে সুপারি পাড়া নিয়ে আবু ছায়েদের সঙ্গে তার ভাতিজাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাতিজারা বাইরের লোকজন নিয়ে আবু ছায়েদকে পিটিয়ে আহত করেন।”
পরে স্বজনরা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি চেয়ারম্যান।
ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।