নিহতের স্ত্রী জানান, দীর্ঘদিন ধরে জমির ভাগাভাগি নিয়ে চাচাতো ভাই নজরুল ও শলকের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল রিয়াজের।
Published : 13 Jul 2024, 04:53 PM
কুষ্টিয়ায় কুমারখালী উপজেলায় ‘জমির বিরোধে’ চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান।
নিহত রিয়াজ উদ্দিন (৪৭) ওই গ্রামর মৃত মঈনুদ্দিন সেখের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্ত্রী নাজমা খাতুন বলেন, “দীর্ঘদিন ধরেই আমার শ্বশুরের বাড়ি ও মাঠের জমির ভাগাভাগি নিয়ে চাচাতো ভাই নজরুল ও শলকের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। আমার স্বামী রিয়াজ দুর্বল হওয়ায় তার অংশের অধিকাংশ বাড়ির জমি এবং মাঠের জমি তারা জোরপূর্বক ভোগ দখল করে আসছে।“
তিনি বলেন, “সকালে নজরুল ও তার ছেলে রিংকু আমাদের গাছ থেকে জোরপূর্বক কাঁঠাল পারছিল। এ সময় রিয়াজ কাঁঠাল পারতে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে নজরুল ও তার ছেলে রিংকু অতর্কিতে ভাবে হাসুয়ার দিয়ে জখম করে তাকে। পরে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাঠিতে পড়ে যান রিয়াজ। এ সময় শলক ও তার ছেলে হামলায় জড়িত ছিল।”
ওসি আকিবুল বলেন, গুরুতর আহত বিয়াজকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হত্যার মামলার প্রস্তুতি এবং জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।