Published : 26 Jan 2024, 05:23 PM
মেটা ভার্স ফরেন একচেঞ্জ বা এমটিএফই অ্যাপের মাধ্যমে এমএলএম ব্যবসার নামে প্রতারণার অভিযোগে বরিশালে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী।
রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এমটিএফইর তথাকথিত ছয় সিইওর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪ জনকে আসামি করে মামলাটি করেন নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোডের বাসিন্দা মো. ইউসুফ আলী।
ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক মামলা গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. নুরুল ইসলাম কাঁকন।
আসামিরা হলেন- নগরীর বান্দ রোড নুরজাহান মঞ্জিলের বাসিন্দা মিজানুর রহমান (৪৮), তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৮), নগরীর সিঅ্যান্ডবি রোডের বাসিন্দা নোমান আহম্মেদ সরদার (৩০), নগরীর বিএম কলেজ গেইট এলাকার বাসিন্দা মিলন হোসেন বাদশা (৪৮), তার স্ত্রী মাহমুদা বেগম (৪০) ও তার ছেলে অলিউল ইসলাম (২৫)।
মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, আসামিরা বাদীকে প্রলোভন দেখিয়ে এমটিএফই অ্যাপে যুক্ত করেন। আসামি মিজানুর ও তার স্ত্রী সাবিনার মাধ্যমে বাদী ও তার অন্য পরিচিতরা ১০টি অ্যাকাউন্ট খোলেন। পরে ১ মে থেকে ১ অগাস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সেখানে সাড়ে পাঁচ লাখ টাকা জমা করেন।
লাভের টাকা তুলতে গেলে সার্ভার আপডেট করা হচ্ছে বলে জানান কথিত সিইওরা। পরে একপর্যায়ে সেই টাকা সরিয়ে ফেলা হয়। পরে বলা হয়, টাকা নিয়ে তথাকথিত প্রধান সিইও নোমান দুবাই চলে গেছে।
এরপর আসামি বলেন, বিদেশিরা টাকা নিয়ে চলে গেছেন। এবং সবশেষ আসামিরা ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]