ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

২০১২ সালের এ ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে মামলা করেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2022, 09:08 AM
Updated : 14 Nov 2022, 09:08 AM

ফরিদপুরের একটি হত্যা মামলায় আদালত পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত দশ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- আলফাডাঙ্গা উপজেলার মো. মনির শেখ, ইকতার মোল্ল্যা, এনায়েত আমিন, নূর ইসলাম ও মিরাজ হোসেন।

আসামিদের মধ্যে নূর ইসলাম আদালতে উপস্থিত ছিলো বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নওয়াবউদ্দিন জানান।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, আলফাডাঙ্গা থানার ধুলজুড়ী গ্রামের শহিদুল ইসলাম কালাচাঁন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২০১২ সালের ২৭ জুলাই বিকালে তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর ফেরেননি।

পরদিন উপজেলার কোণাগ্রামের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন দেখা যায়।

এ ঘটনায় পরদিন নিহতের চাচা বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।