“ধারণা করা হচ্ছে বন্যার পানিতে আটকে তার মৃত্যু হয়েছে।”
Published : 25 Aug 2024, 08:39 PM
কুমিল্লা বুড়িচং উপজেলায় বন্যার পানিতে ভেসে এলো এক ব্যক্তি মরদেহ।
বুড়িচং থানার ওসি খন্দকার আবুল হাসনাত জানান, রোববার সকালে উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে এ পুলিশ কর্মকর্তার ধারণা। তবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি তিনি।
তিনি বলেন, “আগানগর গ্রামে ওই ব্যক্তির লাশ ভেসে আসে। এর আগে তাকে বুড়িচং বাজারে ভবঘুরে হয়ে ঘুরতে দেখতেন স্থানীয়রা। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বন্যার পানিতে আটকে তার মৃত্যু হয়েছে।”