“উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।”
Published : 21 Apr 2025, 04:20 PM
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ১০ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, আগের রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করেন তারা।
গ্রেপ্তার হারুন মিয়া (৪৫) সখীপুরের কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে।
তার বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।
পুলিশ সুপার মিজানুর বলেন, “হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ হারুনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।”
হারুনকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।