“ট্রেনের হুইসেল শুনে অন্যরা উঠে গেলেও এই নারী বুঝে উঠতে পারেননি। ঘণ্টায় ৮০ কিলোমিটার গতির খুলনাগামী মধুমতি এক্সপ্রেস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
Published : 19 Jun 2024, 08:46 PM
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রেল লাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে শ্রীনগরের ষোলঘর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জোৎসনা বেগম লৌহজং উপজেলার নাগের হাট নোমান বেপারীর কন্যা।
পুলিশ বলছে, ৩৭ বছর বয়সী জোৎসনা কয়েকজনকে সঙ্গে নিয়ে রেল লাইনে আড্ডা দিচ্ছিলেন। তার কানে ছিল হেডফোন।
মাওয়া রেল স্টেশন ফাড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মোখলেছুর রহমান জানান, “ট্রেনের হুইসেল শুনে অন্যরা উঠে গেলেও এই নারী বুঝে উঠতে পারেননি। ঘণ্টায় ৮০ কিলোমিটার গতির খুলনাগামী মধুমতি এক্সপ্রেস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এক ট্রেন যাত্রীর জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
মোখলেছুর বলেন, “অসচেতনতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে নতুন এই ট্রেন লাইনে। এই লাইনে দ্রুত গতির ট্রেন চলাচল করছে। কিন্তু লোকজন এখনও লাইনে হাঁটাহাঁটি বা বসে আড্ডা দিচ্ছে। কিছু বোঝে উঠার আগেই ট্রেনে কাটা পড়ছে।”