আইনজীবী বলেন, বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
Published : 09 Oct 2024, 08:30 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিএনপির ৭ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সোনামুখী বাজারের ব্যবসায়ী রানা আহম্মেদ জেলা জজ আদালতে মামলাটি করেন বলে বাদীর আইনজীবী আব্দুর রহিম জানান।
তিনি বলেন, বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার (৫০), একই গ্রামের আবু বাসির (৩৭), সোনামুখী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরকার (২৫), মনি সরকার (২৮), সোহেল রানা (৩২), মাহিম (৩০) ও হান্নান সরকার (৩০)।
মামলার এজাহারে বলা হয়েছে, ৬ অগাস্ট সোনামুখী বাজারের বাদীর মেসার্স মেহেনত ট্রেডিং দোকানে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
হামলাকারীরা দোকানে থাকা ফ্রিজ, এসি, ইলেকট্রনিকস পণ্যসামগ্রী লুট করে। যাওয়ার সময় তারা দোকান তালাবদ্ধ করে এবং ইলেকট্রনিক মেশিন দিয়ে দোকানের শাটার ঝালাই করে বাইরে থেকে আটকে রেখে যায়।
ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।