শার্শা সীমান্তে ৭ কেজি স্বর্ণের বার আটক, গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুজন হলেন শার্শা উপজেলার নাইম হোসেন ও আজহারুল ইসলাম।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2022, 06:18 PM
Updated : 7 Nov 2022, 06:18 PM

যশোরের শার্শা উপজেলা সীমান্ত থেকে সাত কেজি ১২ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তি আটক হয়েছেন।

সোমবার দুপুরে গোড়পাড়ার আমতলায় এই অভিযান চালানো হয় বলে  পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান।

তবে মঙ্গলবার তারা সংবাদ সম্মেলনে এ তথ্য জানাবেন বলে জানান এই কর্মকর্তা।

গ্রেপ্তার দুজন হলেন শার্শা উপজেলার নাইম হোসেন ও আজহারুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের গোপন সংবাদে শার্শা থানা পুলিশের একটি টহলদল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

“আটক দুই পাচারকারিকে তল্লাশি করে ৬২টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন সাত কেজি ১২ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।”

এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার সকালে জানানো হবে, বলেন তিনি।

এদিকে, রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের আসতে বলা হয়েছে।