সোনারগাঁয়ে নির্বাচনি সহিংসতায় নিহত: ইউপি সদস্যসহ আসামি ১৭১

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা হবে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2024, 03:53 PM
Updated : 10 March 2024, 03:53 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।

রোববার সকালে নিহতের বড়ভাই ইকবাল হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন বলে জানান সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান৷

মামলায় আসামি হিসেবে পিরোজপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নবনির্বাচিত আজিজুর রহমানসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে৷

Also Read: নারায়ণগঞ্জে উপ নির্বাচন: সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত ২০

তবে এ মামলায় রোববার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি কামরুজ্জামান৷

শনিবার বিকালে উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর আজিজুর রহমান ও তার প্রতিদ্বন্দ্বী কায়সার আহমেদ রাজুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়৷ এ সময় রাজুর সমর্থক হৃদয় ভূঁইয়া (২৪) গুলিবিদ্ধ হয়ে মারা যান৷ আহত হন পুলিশসহ আরও অন্তত ২০ জন৷ পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷

আহতদের মধ্যে নিহতের চাচাতো ভাই ওমর ফারুক ভূঁইয়াও (৩৫) গুলিবিদ্ধ হন৷ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা৷

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা হবে জানিয়ে ওসি কামরুজ্জামান বলেন, পুলিশের উপরে হামলার ঘটনায় সেই মামলাটি হবে।