রোববার তাদের অফিস কক্ষের নেমপ্লেট তুলে তালা ঝুলিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Published : 19 Aug 2024, 03:38 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার পদত্যাগ করেছেন।
সোমবার সকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলে পদত্যাগের আবেদন পত্র জমা দেন তারা।
মনজুরুল হক আবেদন পত্রে উল্লেখ করেন, “২০২১ সালের ১ জুন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ করা হয়। উক্ত পদে যোগদান করার পর থেকে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি উপ-উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করছি।”
অধ্যাপক রাশেদা পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন, “২০২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ১০ অগাস্ট আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করে। উক্ত পদে যোগদান করার পর হতে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি ট্রেজারার পদ হতে পদত্যাগ করছি।”
এর আগে রোববার উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার স্বেচ্ছায় পদত্যাগ না করায় তাদের অফিস কক্ষের নেমপ্লেট তুলে তালা ঝুলিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হওয়া হামলায় প্রশাসনের ব্যর্থতা ও সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এই পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।