নেত্রকোণায় স্কুলছাত্রী মুক্তি রাণী হত্যায় মামলা দায়ের

বারহাট্টা থানায় মুক্তির বাবা নিখিল বর্মণের করা মামলায় কাউছার মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2023, 06:17 PM
Updated : 3 May 2023, 06:17 PM

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করেছেন তার বাবা।

বুধবার বারহাট্টা থানায় নিখিল বর্মণের করা এ মামলায় একমাত্র আসামি করা হয় আটক মো. কাউছার মিয়াকে।

মঙ্গলবার বিদ্যালয় ছুটির পর দুই বান্ধবীর সঙ্গে বাড়ি ফেরার পথে এক তরুণের ধারালো অস্ত্রের আঘাতে মুক্তি রাণী আহত হয়। বিকালে হাসপাতালের পথে তার মৃত্যু হয়।

এ হামলার অভিযোগে একই এলাকার তরুণ মো. কাউছার মিয়াকে আটক করেছে পুলিশ।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মুক্তি রাণীর মরদেহ প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়। সেখান থেকে নেওয়া হয় বাড়িতে। পরে বাড়ির পাশে কংস নদীর তীরে তাকে দাহ করা হয়।   

দাহ অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

Also Read: নেত্রকোণায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: জঙ্গল থেকে আটক কাউছার

Also Read: নেত্রকোণায় স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা