আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই এমপি হচ্ছেন নৌকার প্রার্থী।
Published : 25 Jul 2023, 04:57 PM
নেত্রকোণা-৪ আসনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাজ্জাদুল হাসান, বাছাইয়ে তা টিকে গেছে, ফলে ভোট ছাড়া তার সংসসদ সদস্য হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
আওয়ামী লীগের রেবেকা মোমেনের মৃত্যুতে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত এই আসনে উপনির্বাচন হচ্ছে।
২ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন রেখে এ নির্বাচনের তফসিল দিয়েছিল ইসি। ২৪ জুলাই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
সেই সময়ে কেবল নৌকার প্রার্থী সাজ্জাদুলই মনোনয়নপত্র জমা দেন। ফলে মঙ্গলবার শুধু একটি মনোনয়নপত্র যাচাইয়ে বসেন রিটার্নিং কর্মকর্তা, ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, সকালে সাজ্জাদুলের মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই। এখন নিয়ম অনুযায়ী, সেদিনের পর সাজ্জাদুলকে নির্বাচিত ঘোষণা করা হবে।
সাবেক সরকারি কর্মকর্তা সাজ্জাদুল এমপি হলেও কয়েকমাসই কেবল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন। কারণ আর কয়েকমাস পরই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০২০ সালের শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হয়েছিলেন। এখন তিনি রাজনীতিতে নামলেন।
সাজ্জাদুলের বাবা আখলাকুল হোসাইন ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বড় ভাই ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক।