মালিক লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি ২৯১ মেট্রিক টন চাল মজুদ করে রাখেন।
Published : 30 Jan 2024, 12:04 AM
নওগাঁয় অবৈধভাবে অতিরিক্ত চাল মজুদ করে রাখার দায়ে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় শহরের লস্করপুর এলাকার মেসার্স ঘোষ অটো চালকলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী হাকিম ইকবাল হোসাইন জানান।
রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলও এ তথ্য দিয়ে একটি বিজ্ঞপ্তি দেয়।
এতে ডিসি মো. গোলাম মওলা বলেন, মালিক দ্বিজেন ঘোষ লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি ২৯১ টন চাল মজুদ করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
জরিমানা ছাড়াও মজুদ করা চাল ৭ দিনের মধ্যে বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধ মজুদদারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি।