মানিকগঞ্জে পদ্মায় ১৪ কেজির পাঙাস

ব্যবসায়ী জানিয়েছেন, ১৪০০ টাকা কেজি দরে তিনি মাছটি বিক্রি করবেন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2022, 02:16 PM
Updated : 30 Oct 2022, 02:16 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ১৪ কেজির পাঙাস মাছ ধরা পড়েছে। 

রোববার বিকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকার পদ্মায় জেলেরা মাছটি ধরে। পরে মাছটি বিক্রির জন্য উপজেলার বাহাদুরপুর ঘাট ইলিশের অস্থায়ী বাজারে নিয়ে আসা হয়। 

মাছ ব্যবসায়ী বিশ্বনাথ দাস ও তাপস দাস বলেন, তারা হাতিঘাটা থেকে মাছটি কিনে এখানে নিয়ে এসেছেন। কারণ, এখানে ইলিশ মাছ কেনার জন্য জেলা শহর ও ঢাকা থেকে লোকজন আসেন।  

তাপস দাস বলেন, “১৪০০ টাকা কেজি হলে মাছটি বিক্রি করব। একদম পদ্মার তরতাজা মাছ।“ 

বাহাদুরপুর ট্রলার ঘাটের চা দোকানি রশিদ খা বলেন, ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষ হলে প্রতিবছর ট্রলার ঘাটে ইলিশের অস্থায়ী বাজার বসে। এখানে এলাকা এবং এলাকার বাইরের অনেক ক্রেতা আসেন। ইলিশের পাশাপাশি দুই জেলে ১৪ কেজি ওজনের পাঙাস বিক্রি করতে নিয়ে এসেছেন। 

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, এই মৌসুমে পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় পাঙাস বিশেষ করে ১০-১৫ কেজির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। কয়েক দিন ধরে পানি কমতে থাকায় আবার বড় বড় পাঙাশের পাশাপাশি বাগাআইড়, আইড় মাছ ধরা পড়ছে। হরিরামপুর এবং শিবালয়ের পদ্মা নদী মাছের অভয়াশ্রম।