নিখোঁজদের সন্ধানে দ্বিতীয় দিনের মত বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
Published : 07 Oct 2023, 01:36 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে বালুবাহী নৌযানের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ৷ এ ঘটনায় এখনও নিখোঁজ ৫ জন৷
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুল্লাহ বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় সুমনা আক্তারের লাশ উদ্ধার করা হয়৷
২৫ বছর বয়সী সুমনা মুন্সিগঞ্জের গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদি গ্রামের মফিজুল হকের স্ত্রী। তাদের দুই শিশু কন্যা জান্নাতুল মাওয়া (৬) ও সাফা আক্তার (৪), মফিজুলের ভাতিজি মারওয়া (৮), সুমনার ভাই সাব্বির হোসাইন (৪০) ও সাব্বিরের ছেলে রিমাদ (২) এখনও নিখোঁজ৷
শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী মেঘনা নদীতে বালুবাহী নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়৷ ওই ট্রলারে সুমনার পরিবার ও আত্মীয়েরা ১১ জন ছিলেন৷ তাদের মধ্যে পাঁচ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ হয়৷
ডুবে যাওয়া ট্রলারের যাত্রী মো. রিয়াদ (১৮) বলেন, তাদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায়৷ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা নদীতে ঘোরার জন্য ইঞ্জিনচালিত ট্রলারটি ভাড়া করেছিলেন৷ বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে তিনি সাঁতরে তীরে ওঠেন৷
এদিকে শনিবার দ্বিতীয় দিনের মত বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ দুর্ঘটনাস্থল থেকে চারিদিকের ৭ কিলোমিটার জুড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
তবে এখনও দুর্ঘটনাকবলিত ট্রলার শনাক্ত এবং বালুবাহী নৌযানটি আটক করতে পারেনি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোস্তফা মোহসীন মেঘনার তলদেশে যাওয়া ডুবুরিদের বরাত দিয়ে বলেন, বালু কাটার কারণে নদীর তলদেশ ক্ষতবিক্ষত। পানির গভীরতা ৭০ ফুট থেকে ১২০ ফুট পর্যন্ত।
তাদের পাশাপাশি নিহত ও নিখোঁজদের পরিবারের অনেক সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা নিখোঁজদের সন্ধানে ট্রলার নিয়ে মেঘনা চষে বেড়াচ্ছেন।
আরও পড়ুন