চরধুনট সেতু এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা অটোভ্যান থেকে নেমে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা।
Published : 08 Aug 2024, 03:32 PM
বগুড়ার ধুনট উপজেলায় চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যার দিকে ধুনট-গোসাইবাড়ি পাকা সড়কে তাকে পিটিয়ে আহত করার পর বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ধুনট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম।
নিহত আল আমিন (২৪) ধুনট পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে।
তিনি ধুনট পৌর যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ধুনট উপজেলা যুবলীগ সভাপতি মতিউর রহমান।
কাউন্সিলর জাহাঙ্গীর বলেন, বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলের পেছনে চড়ে নিজ বাড়ি থেকে ধুনট শহরে যাচ্ছিলেন আল আমিন।
পথে ধুনট-গোসাইবাড়ি পাকা সড়কের ইছামতি নদীর চরধুনট সেতু এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা দুর্বৃত্তরা অটোভ্যান থেকে নেমে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
এরপর আল-আমিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। এ সময় আবু হানিফের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আল আমিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, আল আমিন নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনা শুনেছি।