পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী।
Published : 16 Dec 2024, 11:57 AM
কিশোরগঞ্জের ভৈরবে কভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজনের প্রাণ গেছে।
উপজেলার কিশোরগঞ্জ-সিলেট মহাসড়কের পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু সংলগ্ন জগন্নাথপুর এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন মিয়া জানিয়েছেন।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বলেন, “নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে অটোরিকশাটি ভৈররে যাচ্ছিল। পথে একই দিক থেকে আসা ফ্রেশ কোম্পানির একটি কভার্ড ভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের লাশ উদ্ধার করে।”
দুর্ঘটনার পর কভার্ড ভ্যান ফেলে দুই চালকই পালিয়ে গেছে। গাড়ির নম্বর প্লেট দেখে তাদের নাম-ঠিকানা বের করার চেষ্টা করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।