রোববার রাতে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন।
Published : 14 Oct 2024, 06:20 PM
লক্ষ্মীপুর সদরে একটি ফিলিং স্টেশনে বাসে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে তদন্ত দল গঠনের বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় তিনি নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন
তিনি জানান, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত দল গঠন করে দেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রাজীব কুমার বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া আহতদের তালিকা করে চিকিৎসা জন্য আর্থিকভাবে সহায়তা করা হবে।
রোববার রাত পৌনে ২টার দিকে পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীন লাইফ ফিলিং স্টেশন বাসে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৪ জন।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে মো. হৃদয় (১৯), পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে মো. ইউসুফ (৩২) এবং সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে সুজন (২৫)। তিনজনের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহতদের মধ্যে কারো হাত, কারো পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন।
আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।