পুলিশ জানায়, এ নিয়ে গত আটদিনে যৌথ অভিযানে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 17 Feb 2025, 04:44 PM
নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান যৌথ অভিযানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, গত ২৪ ঘণ্টায় যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে গত আটদিনে যৌথ অভিযানে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারার হলেন- সুধারাম মডেল থানার যুবলীগের সদস্য জহিরুল ইসলাম মভি (৩৩), মো. ফারুক (৪০), কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমান আজিম (৫০), হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের সিদ্দিকী সোহেল (৩৫), বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদা মোল্লা (৬০), সেনবাগ উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম (৩৬), সুবর্ণচর উপজেলা যুবলীগের নেতা রাশেদ ইকবাল (৩৫) ও রবিউল ইসলাম (৩৮)।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, গত বছরের ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
“অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মত নোয়াখালীতে গত ৮ ফেব্রুয়ারি থেকে এ অভিযান চলমান রয়েছে।”
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।