মাটি কেটে নেওয়ায় ডোবায় গভীর গর্ত সৃষ্টি হয়েছিল।
Published : 27 Jul 2024, 11:29 PM
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ডোবায় ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ধামুয়ার চালা গ্রামে শিশুটির মৃত্যু হয়েছে জানিয়েছেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোহাম্মদ নকিব।
মারা যাওয়া হাসিব মিয়া (৮) ওই গ্রামের সাত্তার মিয়ার ছেলে। সে নয়ানগর আলিম মাদরাসার শিক্ষার্থী ছিল।
হাসিবের ভাই জাকির হোসেন বলেন, শনিবার দুপুরে হাসিব বন্ধুদের সঙ্গে পাশের একটি ডোবায় সাঁতার কাটতে যায়। সেখানে মাটি কেটে নেওয়ায় ডোবায় গভীর গর্ত সৃষ্টি হয়েছিল।
“সাঁতার কাটার এক পর্যায়ে ওই গর্তের অংশে তলিয়ে যায় হাসিব। তার বন্ধুরা খবর দিলে আমি সেখান থেকে তাকে তুলে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন “
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোহাম্মদ নকিব জানান, “হাসিবকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”