তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 27 Nov 2024, 11:34 PM
জামালপুরের ইসলামপুর উপজেলায় দেশি অস্ত্র ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার রাতে পৌর এলাকার বেপারীপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
গ্রেপ্তাররা হলেন- খোরশেদ আলমের ছেলে খুশু বেপারী (৩৬), বাউল বেপারীর ছেলে পাক বেপারী (৫৩), খুশু বেপারীর ছেলে আব্দুল জাহান (১৯), পাক বেপারীর ছেলে মানিক বেপারী (২৮) এবং তুরফান (২৪)।
বুধবার বিকালে সংবাদ সম্মেলনে ওসি সাইফুল্লাহ সাইফ জানান, গোপন খবর পেয়ে মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আসিফ ইসলাম ও ইসলামপুর থানা পুলিশের নেতৃত্বে বেপারীপাড়ায় অভিযান চালানো হয়।
অভিযানে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন, ৫০টি ইয়াবা, একটি দা, একটি চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, দেশি কুড়াল, ছয়টি চোরাই মোটর পাম্প ও দুই লাখ ৫৩ হাজার টাকা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।