পুলিশ জানায়, ২০ দিন আগে বাবা-মায়ের সঙ্গে শিশুটি গ্রামের বাড়িতে আসে।
Published : 21 Jun 2024, 03:31 PM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বন্যার পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক জানান।
শিক্ষার্থী রিফাত হোসেন (১১) ওই গ্রামের আবু কালামের ছেলে। গাজীপুরে একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত।
ওসি বলেন, “রিফাত তার পরিবারের সঙ্গে গাজীপুরে থাকত। প্রায় ২০ দিন আগে বাবা-মায়ের সঙ্গে সে গ্রামের বাড়িতে আসে। ঈদের আনন্দে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে বাড়ি থেকে বের হয় রিফাত।
“পরে তারা বাড়ির সামনে পালপাড়া-হরিপুর গ্রামীণ পাকা সড়কে যায়। তখন ওই সড়কে বন্যার পানির তোড়ে ভেসে যায় রিফাত। সাঁতার না জানায় সে পানি থেকে উঠে আসতে পারেনি।”
পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি লুৎফুল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে বৃহস্পতিবার মোহনগঞ্জে ব্ন্যার পানিতে এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে দুইদিনে নেত্রকোণায় দুই শিশুর মৃত্যু হলো।