স্বর্ণের বারগুলির ওজন ৭০০ গ্রাম। মূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।
Published : 29 Mar 2024, 02:46 PM
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক ব্যক্তির কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের পুটখালি সীমান্তের মসজিদবাড়ী বিজিবি চেকপোস্টের সামনে থেকে ওই পাচারকারীকে আটক করা হয় বলে জানিয়েছেন খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার ।
আটক মনোরুউদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
বিজিবি কর্মকর্তা জানান, ভারতে সোনার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির টহলদল মসজিদবাড়ি বিজিবি চেকপোস্ট এলাকায় গোপনে অবস্থান করেন।
ওই সময় ইজিবাইকে করে সীমান্তের দিকে যাওয়া মনোরুউদ্দিনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে।
তাকে আটক করে বেনাপোল বাজারে স্থানীয় ক্লিনিকে শরীর স্ক্যানিং করে পায়ুপথে ৬টি স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায়। পরে তা উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলির ওজন ৭০০ গ্রাম। সিজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা।
খুরশিদ আনোয়ার আরও বলেন, উদ্ধার করা স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।