দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুইজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
Published : 05 Jun 2024, 04:50 PM
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণকালে জালভোটসহ বিভিন্ন অনিয়মে আটক, কারাদণ্ড প্রদান, ব্যালট বাতিল ও জরিমানার ঘটনা ঘটেছে।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ বুধবার জানান, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে কারাদণ্ড, পাঁচজনকে আটক ও একজনের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দুটি কেন্দ্রে সিলমারা ৫৭টি ব্যালট বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, চম্পকনগর দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় একজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আনোয়ারা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক হওয়ার পর একজনকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুইজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে।
পশ্চিম দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়। তবে বয়স বিবেচনায় শিশু হাওয়ায় কেন্দ্র ইনচার্জ ও প্রিজাইডিং অফিসারকে নিয়মিত মামলা প্রদান করতে বলা হয়েছে।
এ ছাড়া পশ্চিম দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ৩৯টি ব্যালট বাতিল করা হয়েছে। পূর্ব সিলুয়া হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিলমারা ১৮টি ব্যালট বাতিল করা হয়েছে। নিজপানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাড়ি ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা, ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীর কর্মী অযথা ঘোরাঘুরি করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
এদিকে ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ১০টি বুথের প্রায় সবকটিতে শুধুমাত্র কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদারের এজেন্ট রয়েছে।
ওই কেন্দ্রের একটি বুথে গিয়ে দেখা যায়, সেখানে কাপ-পিরিচ প্রতীকের এজেন্ট দ্বীন মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি জুলেখার কলস প্রতীকের এজেন্ট পারুল বেগম পোলিং এজেন্টের নির্ধারিত আসনে বসে মোবাইল ব্রাউজিং করছেন। তবে তাদের কারো হাতেই ভোটার তালিকা ছিল না।
জানতে চাইলে দ্বীন মোহাম্মদ বলেন, “আমাদেরকে ভোটার তালিকা দেবে বলেও দেয়নি। আর বুথে মোবাইল চালানো যাবে না, এটিও কেউ বলেনি।”
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সারওয়ার কামাল শুভ বলেন, কোনো এজেন্ট বুথে বসে মোবাইল চালাচ্ছেন এমনটি তার নজরে পড়েনি।
ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
একক প্রার্থী থাকায় ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।