অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ ও হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা।
Published : 02 Jul 2024, 11:51 PM
অভিন্ন সার্ভিস কোড চালু ও চাকরি স্থায়ীকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন।
মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন সাব-জোনাল অফিস ও দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন।
এতে বক্তব্য দেন, মহারাজপুর সাব-জোনাল অফিসের প্রকৌশলী আমিনুল রসুল, শিবগঞ্জ এলাকার সাহাপাড়া সাব-জোনাল অফিসের বিলিং সহকারী শারমীন আখতার, সদর দপ্তরের মিটার রিডার একরামুল ইসলাম ও ল্যাইনম্যান সাজ্জাদ হোসেন।
অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সব চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে চাকরি স্থায়ীকরণ ও হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা।
এ সময় আন্দোলনরতরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-বিআরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি-পিবিএস একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার প্রদর্শন করেন।
তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।