৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নরসিংদী কারাগারে হামলা ও অস্ত্র লুটের সময় সেখানকার সব বন্দী পালিয়ে ছিলেন।
Published : 19 Sep 2024, 08:47 PM
নরসিংদী জেলা কারাগার থেকে পালানো হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসপি মোহাম্মদ আব্দুল হান্নান।
গ্রেপ্তার আবু কালাম (২৫) মাধবদী থানার উত্তর চর ভাষানিয়া (পাচানী) এলাকার আবু সিদ্দিকের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদে চর ভাষানিয়া এলাকায় অভিযান চালিয়ে আবু কালামকে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা ও অস্ত্র লুটের সময় সেখানকার সব বন্দী পালিয়ে যান। তাদের মধ্যে আবু কালাম একটি হত্যা মামলার আসামি।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসপি আব্দুল হান্নান।