“বৃষ্টি হলে সড়কটি দিয়ে হাঁটাচলা করা যায় না। বর্ষার সময় বেশি দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিদের বলেও কোনো লাভ হয়নি”, বলে এক স্কুলছাত্রী।
Published : 06 Nov 2024, 09:56 AM
মাদারীপুরের ডাসার উপজেলায় একটি পাকা সড়কের জন্য ভোগান্তির শেষে নেই দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষের। বাসিন্দারা দুই যুগ ধরে দাবি জানিয়ে আসলেও তা পূরণ করেনি কোনো সরকার।
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে শিগগির সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা।
উপজেলার দেলোর বাজার থেকে দর্শনা বাজার পর্যন্ত সড়কটির মাইজপাড়া থেকে বাদামতলা সেতু পর্যন্ত দুই কিলোমিটার অংশে করুণ অবস্থা। সড়কটিতে যে পর্যন্ত ইট বিছানো রয়েছে, তাও নির্মাণ হয়েছে দুই যুগ আগে। বর্তমানে সেই ইট প্রায় উঠে গেছে।
খানাখন্দে ভরা সড়কে সামান্য বৃষ্টিতে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়ারা বেশি বিড়ম্বনায় পড়েন। এ পথ দিয়ে চলাচল করতে গিয়ে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, দেলোর বাজার থেকে দর্শনা বাজার সড়ক দিয়ে প্রতিদিন কাজীবাকাই ও ডাসার ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচল করেন। একাধিকবার পাকা সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা শাহাদাত আকন বলেন, কাজীবাকাই ইউনিয়নের দেলোর বাজার থেকে দর্শনা বাজারগামী সড়কটি পাঁচ কিলোমিটার। এর মধ্যে দুই কিলোমিটার অত্যান্ত ঝুঁকিপূর্ণ।
“বার বার সড়ক সংস্কারের আশ্বাস পাওয়া গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জরুরি ভিত্তিতে একটি পাকা সড়ক নির্মাণ হলে এলাকার সবাই উপকৃত হবেন।”
স্কুল শিক্ষার্থী প্রিয়াংকা আক্তার বলে, বৃষ্টি হলে সড়কটি দিয়ে হাঁটাচলা করা যায় না। বর্ষার সময় বেশি দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিদের বলেও কোনো লাভ হয়নি। এলাকাবাসি নতুন একটি পাকা সড়ক চায়, যা সবার প্রাণের দাবি।
কাজীবাকাই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য অজেদ বেপারী বলেন, “সড়কটি দিয়ে রিকশা-ভ্যানও চলতে পারে না। এর প্রধান কারণ হলো, সড়কটির বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। কোথাও রয়েছে বড় বড় গর্ত।
“দুর্ঘটনা এড়াতে এখানে একটি পাকা সড়ক নির্মাণ করা প্রয়োজন। বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা নির্মাণের দাবি তোলা হলেও সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি সরকারের কাছে রাস্তাটি নির্মাণের দাবি করছি।”
পাকা সড়ক নির্মাণের আশ্বাস দিয়ে ডাসার উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া বলেন, উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সড়কটি পরিদর্শন করে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।