Published : 20 Nov 2024, 10:44 AM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে সোহেল রানা নামের এক যুবক হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ জামালপুরের অপারেশনস্ অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর সাড়ে ৩টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার মো. সেনাউল হকের ছেলে সাইদ মাসুম ওরফে বাবু (২২), মোমিন ওরফে মিন্টু (২৭) ও একই উপজেলার উত্তর কানাপাড়ার কালাম মিয়ার ছেলে মো. নাজবুল হক (২০)।
র্যাব জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলা খাসমহল গ্রামের নুরুল ইসলামের ছেলে ১৯ বছর বয়সী সোহেল রানা প্রায় চার বছর আগে তার পরিবারের সঙ্গে রাগ করে অবৈধপথে ভারত চলে যান এবং সেখানে গিয়ে অবৈধভাবে থাকতে শুরু করেন।
সোহেল ভারতে যাওয়ার পর থেকে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি। এরপর গত ১৮ অক্টোবর তিনি তার মাকে ফোন করে জানান যে, তিনি বাংলাদেশে আসবেন। কিন্তু ২১ অক্টোবর সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির নম্বর থেকে সোহেলের গ্রামের বাবু নামের একজনকে ফোন করে জানানো হয় যে, সোহেলের রক্তাক্ত লাশ নালিতাবাড়ীর গারো পাহাড়ের হাতিটিলায় পড়ে আছে।
পরে নালিতাবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ময়নাতদন্ত করা হয়। খবর পেয়ে নিহত সোহেলের চাচা টুটুল মিয়াসহ স্বজনরা মরদেহ শনাক্ত করেন এবং পরে নালিতাবাড়ী থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
মেজর আব্দুর রাজ্জাক বলেন, “মামলার পর ছায়া তদন্তে নামে র্যাব-১৪। তারই ধারাবাহিকতায় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তারদের শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।”