“নাফ নদীর সাবরাং পয়েন্টে স্থানীয় জেলেরা একটি ব্যাগ ভাসতে দেখেন। পরে ব্যাগটি উদ্ধার করে খোলা হলে তাতে একটি হ্যান্ড গ্রেনেড পান।”
Published : 08 Sep 2024, 06:35 PM
কক্সবাজারের টেকনাফের নাফ নদে ব্যাগে করে একটি হ্যান্ড গ্রেনেড ভেসে এসেছে। পরে বোমাটি উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জেলেরা।
রোববার সকালে উপজেলার নাফ নদীর সাবরাং পয়েন্ট থেকে ওই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।
তবে বোমাটি কোন দেশের তৈরি এবং কোথা থেকে ব্যাগটি ভেসে এসেছে এ ব্যাপারে তথ্য নিশ্চিত করতে পারেননি এ বিজিবি কর্মকর্তা।
স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, “নাফ নদীর সাবরাং পয়েন্টে স্থানীয় জেলেরা একটি ব্যাগ ভাসতে দেখেন। ব্যাগটি উদ্ধারের পর খোলা হলে তাতে একটি হ্যান্ড গ্রেনেড পান তারা। পরে জেলেরা বিজিবিকে খবর দিলে তারা গিয়ে গ্রেনেডটি হেফাজতে নেন।”
তবে হ্যান্ড গ্রেনেডটি কোন দেশের তৈরি এবং ব্যাগটি কোথা থেকে কিভাবে ভেসে এসেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডটি বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।