চুয়াডাঙ্গা সীমান্তে জব্দ করা সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।
Published : 10 Jul 2024, 06:41 PM
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের আটটি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে। জব্দ করা সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।
মঙ্গলবার মধ্যরাতে ঠাকুরপুর বাগানপাড়া থেকে তাকে আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
আটক আকরাম হোসেন (৩০) দর্শনা থানার ঠাকুরপুর গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহমান বলেন, ভারতে সোনা পাচারের গোপন খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৯০ নম্বর মেইন পিলার থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি।
এ সময় সন্দেহভাজন এক যুবককে মোটরসাইকেলে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে কোমরের সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো আটটি সোনার বার পাওয়া যায়। এ ছাড়া তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
জব্দ করা দুই কেজি ৩৩৫ গ্রাম সোনার বারের আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা বলে জানান জাহিদুর রহমান।
তিনি বলেন, এ ঘটনায় বিজিবির সুবেদার সাইফুল ইসলাম বাদী হয়ে আটকের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন। আটক আকরামকে থানায় সোপর্দ করা হয়েছে।
জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।