যুক্তরাষ্ট্রে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের পুনর্মিলনী

আয়োজনের মধ্যে ছিল ক্যাম্পাস স্মৃতিচারণ, ছাত্র-শিক্ষক আলাপচারিতা ও সাধারণ সভা।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2023, 06:20 PM
Updated : 17 May 2023, 06:20 PM

যুক্তরাষ্ট্রে ঈদ পুর্নমিলনী ও সাধারণ সভা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’।

রোববার নিউ ইয়র্কে কুইন্সের এস্টোরিয়ায় অবস্থিত জালালাবাদ ভবনে এ আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র বেলায়েত চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রথম ব্যাচের ছাত্র ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ.এইচ.এম বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল ক্যাম্পাসের স্মৃতিচারণ, প্রাক্তন ছাত্র ও অতিথি শিক্ষকদের আলাপচারিতা, পরিচিতি পর্ব ও সাধারণ সভা।

সাধারণ সভায় উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মতামতের উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ১৪ সদস্যের সিলেকশন বোর্ড গঠিত হয়। আগামী ৪৫ দিনের মধ্যে এ সিলেকশন বোর্ড ২১ সদস্যের কার্যনির্বাহী ও ৭ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনে কাজ করবে।      

সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালটির প্রাক্তন শিক্ষার্থী ফরিদুল আলম, সাজেদুর রহমান ও মাসুদ আলম।