স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

অনুষ্ঠানে নতুন সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মুরাদ মজুমদারসহ অন্যান্যরা শপথ নেন।

কবির আল মাহমুদস্পেন থেকে
Published : 8 Nov 2022, 06:49 AM
Updated : 8 Nov 2022, 06:49 AM

নিজেদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান করেছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’।

৩০ অক্টোবর মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে এ আয়োজনে ২০২২-২৩ সালের জন্য অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি ২১ সদস্যের নতুন কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন নির্বাচিত সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মুরাদ মজুমদারসহ অন্যান্যরা শপথ নেন।

নির্বাচন কমিশন সচিব মো. দুলাল সাফার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার। প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আব্দুর রউফ মন্ডল, পলিটিক্যাল কাউন্সেলর দীন মোহাম্মদ ইমাদুল ইসলাম ও প্রথম সচিব (শ্রম) মোহতাসিমুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনার মো. রমিজ উদ্দিন।