লন্ডনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের পুনর্মিলনী

এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ সাংসদ রুশনারা আলী।

যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 02:32 AM
Updated : 18 May 2023, 02:32 AM

লন্ডনে ঈদ পুনর্মিলনী করেছে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’।

রোববার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত এ পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের সাংসদ রুশনারা আলী।

ট্রাস্টের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেবুলের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি রহিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রাস্টের কোষাধ্যক্ষ আবদুল সফিক।

‘মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার' (এমবিই) খেতাব পাওয়া মেসবা আহমেদকে ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্থিং কাউন্সিলের মেয়র কাউন্সিলর হেনা চৌধুরী, রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর জোসনা বেগম, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ সেন্টার লন্ডনের ভাইস চেয়ারম্যান শাহানুর খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, চিফ ট্রেজারার মামুন রশীদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাস, কাউন্সিলর আবদাল উল্লাহ, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর কবির হোসেন, বালাগঞ্জ-ওসমানি নগর উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক দুই সভাপতি মাসুদ আহমদ ও গোলাম কিবরিয়া, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি ইছবাহ উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সভাপতি মনজুরুস সামাদ চৌধুরী, সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না, বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আকবর হোসেন এবং বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

আরও বক্তব্য দেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আশুক আহমদ, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় সাবেক হুইপ সেলিম উদ্দিন, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিষদের সহসভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন রবিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুনুর রশীদ হিলারি ও যুগ্ম কোষাধ্যক্ষ আবু আহমদ সরওয়ার। অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন শিল্পী আলাউর রহমান।