বর্তমানে বিশ্বের ২৫টি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চলছে।
Published : 11 Jul 2023, 01:34 PM
স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট ব্যবস্থা চালু করেছে সরকার।
২৬তম মিশন হিসেবে শনিবার এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকী।
দূতাবাসের শ্রম কাউন্সেলর মুতাসিমুল ইসলামের সঞ্চালনায় এতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা জানান, দূতাবাসে ই-পাসপোর্ট পদ্ধতির পাশাপাশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রমও অব্যাহত থাকবে। বর্তমানে বিশ্বের ২৫টি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চলছে। আরও ৫৪টি মিশনে ই-পাসপোর্ট সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
সংখ্যার দিক থেকে স্পেনে বসবাসরত বাংলাদেশিরা ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। মাদ্রিদে ই-পাসপোর্ট ব্যবস্থা চালুর মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
ই-পাসপোর্টের একটি সুবিধা হলো- ই-গেট ব্যবহার করে একজন ই-পাসপোর্টধারী অনায়াসে এবং দ্রুততার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। বায়োমেট্রিক এ পাসপোর্টে রয়েছে ৩৮টিরও বেশি নিরাপত্তা বৈশিষ্ট্য যাতে পাসপোর্টধারীর রঙিন ছবি, ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশ, স্থায়ী বা বর্তমান ঠিকানা এবং আগের পাসপোর্টের রেকর্ড ইত্যাদি সঞ্চিত থাকছে।