জেনিভায় বাংলাদেশ মিশনে জাতীয় শিশু দিবস উদযাপন

দিনটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2023, 04:08 AM
Updated : 20 March 2023, 04:08 AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সুইজারল্যান্ডের জেনিভায় বাংলাদেশ স্থায়ী মিশন।

দিনটি উপলক্ষে শুক্রবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো: সুফিউর রহমান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বক্তব্য দেন দূতাবাসের উপ-স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক।

উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মুক্তিযোদ্ধা আবুল কালাম মিয়া, সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আইয়ান জুনায়েদ।

অন্যান্য আয়োজনের মধ্যে ছিল- মিশনে জাতীয় পতাকা উত্তোলন, বাণী পাঠ, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের সনদ প্রদান।

এছাড়া ওইদিন বঙ্গবন্ধু স্মরণে নানা আয়োজন করে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে তাদের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল।