মালয়েশিয়ায় নতুন নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সেখানকার প্রবাসী গণমাধ্যমকর্মীরা।
শুক্রবার বিকেলে হাই কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রবাসীদের সমস্যাগুলো তুলে ধরে তা নিরসনের আহ্বান জানান তারা।
আলোচনার বিষয়ের মধ্যে ছিল- প্রবাসীদের দ্রুত সময়ে ই-পাসপোর্ট বিতরণ, এনআইডি কার্ড, সাগরপথে মালয়েশিয়া প্রবেশকারীদের সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে নতুন করে পাসপোর্ট করার সুযোগ তৈরি, বিভিন্ন প্রদেশে স্থায়ী কনস্যুলার সেবা, শ্রমিক ভিসাধারী প্রবাসীদের সিঙ্গেল এন্ট্রি পাস থেকে মাল্টিপল পাস, জেলে আটকে থাকা প্রবাসীদের সাজা শেষে দ্রুত দেশে ফেরত পাঠানো, ২০২৩ সালে যারা অবৈধ হয়েছেন রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ায় তাদের বৈধতার বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে সমাধানের পথ খোঁজা, প্রবাসীদের দ্রুত পাসপোর্ট দেওয়া, মধ্যস্বত্বভোগীদের কবলে পড়ে নতুন করে কলিং ভিসায় আসা বেকার শ্রমিকদের চাকরির ব্যবস্থা, বেতন-ভাতা বঞ্চিতদের আইনি সহায়তা দেওয়া এবং অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ইত্যাদি।
এসময় হাই কমিশনার মো. শামীম আহসান বলেন, “প্রবাসীদের সেবায় সার্বক্ষণিক কাজ করছে হাই কমিশন। এ ধারাবাহিকতায় প্রবাসীদের জন্য দূতাবাসের নতুন পাসপোর্ট শাখায় ই-পাসপোর্ট দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।”
দূতাবাসের প্রথম সচিব (প্রেস) সুফী আব্দুল্লাহিল মারুফের উপস্থিতিতে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মো. কিয়াম উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা ইমরান রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের, সহ সভাপতি রফিক আহমদ খান, সহ সভাপতি হামিদ হান্নান, সহ সভাপতি এম. ফরহাদ হোসেন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সহ সম্পাদক শাহাদাত হোসেন, আশরাফুল মামুন, শেখ আরিফুজ্জামান ও সওকত হোসেন জনি।