আরিফের মৃত্যুর ঘটনাটি ঘটে কেমব্রিজ শহরের চেস্টনাট স্ট্রিটে ৪ জানুয়ারি দুপুরে। বিচার প্রক্রিয়ার 'অগ্রগতি নেই' বলে প্রবাসীদের ক্ষোভ বেড়েছে।
সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে কনসার্ট করেছে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি ব্যান্ড ‘ট্রায়ো'।
‘জন্মহীন নক্ষত্র’ শিরোনামে শনিবার সন্ধ্যায় ক্যাম্বেলটাউন আর্টস সেন্টারে এ আয়োজন করেন তারা।
এতে অংশ নেন ‘ট্রায়ো' ভোকাল মারুফ হোসেন, ড্রামার আহসানুর রহমান, গিটারিস্ট ইফতেখার আলম, লিড গিটারিস্ট তপন ডি কস্টা, বেজ গিটারিস্ট আহসানুল হাদি ও কিবোর্ডে এহসান বাশার। মঞ্চসজ্জা ও ভিডিওগ্রাফির কাজ করেন মোর্শেদ নাসের।
কনসার্ট উপলক্ষে 'ট্রায়ো' প্রকাশ করেছে 'জন্মহীন নক্ষত্র' শিরোনামে স্মরণিকা। এতে আইয়ুব বাচ্চুর সঙ্গীত জীবনের উপর আলোকপাত করা হয়। স্থান পেয়েছে আইয়ুব বাচ্চুকে নিয়ে 'ট্রায়ো’ ব্যান্ডের সদস্যদের স্মৃতিচারণ ও আলোকচিত্র ।